Website Home Sign Up Login
Wellcome

Guest

শিক্ষক লগইন ফরম

কারিগরি সহযোগিতায় মোঃ রুহুল আমিন, প্রোগ্রামার- 01869-751400সরাসরি কল না করে হোয়াটস এপে সমস্যা লিখে প্রেরণ করুন
নতুন হলে এখানে >> ক্লিক করে Sign Up করুন
Show Password

বি:দ্র:
  1. বিগত কামিল-২০২৩ ও অনার্স-২০২৩ এর পরীক্ষক আবেদনের সময় ইমেইল দিয়ে আবেদন করে থাকলে উক্ত ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
  2. Mobile No. or Email ঘরে Mobile No or Email দেয়ার পর যদি welcome আসে পূর্বর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
  3. সঠিক ই-মেইল/ ইউজার আইডি/মোবাইল নং টাইপ করুন! লেখা আসলে উপরে সাইনআপ এ ক্লিক করে নতুন করে সাইনআপ করতে হবে।
  4. সঠিক Mobile No or Email ও পাসওয়ার্ড দেয়ার পর “Madrasah Login থেকে ইআইএন ও পাসওয়ার্ড দিয়ে আপনার ইউজার আইডি Approve করতে হবে। তা না হলে লগইন করতে পারবেন না।” দেখায় আগে Approve করতে হবে। তা না হলে লগইন করতে পারবেন না
  5. ইউজার আইডি তৈরি করার ১০ দিনের মধ্যে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। পাসওয়ার্ড যত্ন সহকারে রাখতে হবে।
  6. উল্লেখ্য যে এবার থেকে পরীক্ষক সংক্রান্ত সকল কাজ অনলাইন নির্ভর হবে। পরীক্ষক সংক্রান্ত কাজ যেমন- খাতা গ্রহনের পর অনলাইনে চেক করতে হবে, ওএমআর জমা করার আগে তথ্য আপডেট করতে হবে, খাতা জমা দেয়ার পর অনলাইনে তথ্য আপডেট করতে হবে ও পরীক্ষক সংক্রান্ত সমাম্মানীর বিল অনলাইনে জমা দিতে হবে। এধরণের কাজে আগ্রহী না হলে পরীক্ষকের আবেদন না করার জন্য অনুরোধ করা হল

সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী

মাদরাসার ইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইউজার তালিকা দেখতে পাবে। Approve/Enable বাটনের ক্লিকের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে ভেরিফািই করা যাবে।

এই লিংকে http://exam.iau.edu.bd/ যাবেন তার পর ‍Sign up বাটনে ক্লিক করে মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিয়ে প্রয়োজনীয় তথ্য ও নতুন পাসওয়ার্ড দিয়ে সাইনআপ করবেন। এরপর Login বাটনে ক্লিক করে লগইন করবেন। বাম পাশে Profile বাটনে ক্লিক করে প্রফাইল আপডেট করবেন। বি.দ্র. যে প্রফাইল আপডেট পেইজে কোন ঘর খালি রাখা যাবে না। প্রফাইল আপডেট পেইজে Save করার পর Dashboard থেকে সংশ্লিষ্ট পরীক্ষার ‘‘ ১ম পরীক্ষক/২য়/প্রধান পরীক্ষক আবেদন ফরম’’ এ ক্লিক করলে আবেদন ফরম পেইজ আসবে। Examiner Type ও Subject Code সিলেক্ট করে Submit বাটনে ক্লিকের মাধ্যমে আবেদন কার্য সম্পন্ন হয়।

Examiner Profile এ পদবী অনেক কিছু পরিবর্তন করা যায়। পরীক্ষকের আবেদনের সময়ে প্রফাইল পরিবর্তন করলে ভেরিফাইকেৃত আবেদনে কোন ইফেক্ট পড়বে। অন্য সময়ে প্রফাইল পরিবর্তন করলে আবেদনে কোন ইফেক্ট পড়বে না।

Login থেকে Forget Password করা যায়।

যে কোন একটি ব্রাঞ্চ সিলেক্ট করলে হয়ে যায়

ফাজিল স্নাতক পরীক্ষা-২০২৪ এর পরীক্ষক/প্রধান পরীক্ষকের আবেদন ফরম। আবার ক্লিক করে আবেদনের বাকী কাজ সম্পন্ন করুন

ফাজিল স্নাতক পরীক্ষা-২০২৪ এর পরীক্ষক/প্রধান পরীক্ষকের আবেদন ফরম। আবার ক্লিক করে আবেদনের বাকী কাজ সম্পন্ন করুন

যে ইউজার আইডিতে ব্যাংক হিসাব নং যুক্ত আছে ঐ আইডি থেকে সব ধরণের পরীক্ষকের আবেদন করতে পারবেন।