Wellcome
Guest
পরীক্ষকের আবেদনের রেজিস্ট্রেশন ফরম
- আইসিটি শাখা - ০১৭০৯-৩৮৯০০৭ / ০১৮৬৯৭৫১৪০০
- পরীক্ষকের অনলাইন আবেদনের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
মাদরাসার ইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে পরীক্ষকদের আবেদন কৃত তালিকা দেখতে পাবে। View বাটনে ক্লিক করে নিচে Verify বাটনের ক্লিকের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে ভেরিফািই করা যাবে।
এই লিংকে http://exam.iau.edu.bd/ যাবেন তার পর Sign up বাটনে ক্লিক করে সাইসআপ করবেন। এরপর Login বাটনে ক্লিক করে লগইন করবেন। বাম পাশে Profile বাটনে ক্লিক করে প্রফাইল আপডেট করবেন। বি.দ্র. যে প্রফাইল আপডেট পেইজে কোন ঘর খালি রাখা যাবে না। প্রফাইল আপডেট পেইজে Save করার পর Dashboard থেকে ‘‘কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৩ এর ১ম পরীক্ষক/২য় পরীক্ষকের আবেদন ফরম’’ এ ক্লিক করলে আবেদন ফরম পেইজ আসবে। Examiner Type ও Subject Code সিলেক্ট করে Submit বাটনে ক্লিকের মাধ্যমে আবেদন কার্য সম্পন্ন হয়।
Examiner Profile পদবী অনেক কিছু পরিবর্তন করা যায়। পরীক্ষকের আবেদন অধ্যক্ষ কর্তৃক ভেরিফাই হয়ে গেলে প্রফাইল পরিবর্তন করা যাবে তবে ভেরিফাইকেৃত আবেদনে কোন ইফেক্ট পড়বে না।
পরীক্ষকের আবেদন অধ্যক্ষ কর্তৃক ভেরিফাই হয়ে গেলে উক্ত আবেদন পরিবর্তন করা যাবে ন।